Post# 1546192040

30-Dec-2018 11:47 pm


উক্তি : "গনতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, আবার প্রমানিত হলো।"

এটা বাজে যুক্তি। গনতন্ত্র চলে গেলেও ইসলাম প্রতিষ্ঠা হবে না।
কিন্তু এই যুক্তিটা নিজেদের কর্মি-সমর্থকদের একটা কাল্পনিক শত্রুর বিরুদ্ধে একটিভ করতে সাহায্য করে।

দেশে গনতন্ত্র নেই ১০ বছর। এর পরও ইসলাম প্রতিষ্ঠিত হয় নি।
আপনি ইসলাম প্রতিষ্ঠা বলতে যা বুঝান।

    Comments:
  • ^ বুঝানোর জন্য গত ৭০ বছর ছিলো। বৃটিশরা চলে যাবার সময় থেকে আরম্ভ। "ঐ সময়ে বুঝেনি কিন্তু এখন বুঝবে" এই উক্তিটা করতে হলে ঐ সময়ে আর এই সময়ে পার্থক্য কি সেটা নিজে বুঝতে হবে।

    নয়তো স্বপ্ন নিয়ে চলতে হবে আজীবন।

30-Dec-2018 11:47 pm

Published
30-Dec-2018