Terminology বা নাম নিয়ে যদি আপনি তর্কে লিপ্ত থাকেন তবে সেই তর্ক এখানে এনে লাভ নেই।
যেমন, এতায়েতি কাউকে যদি বলেন "কিন্তু উলামারা তো বলে...." তবে তারা সংগে সংগে ক্ষেপে যাবে। বলবে, "উলামা না, এরা হেফাজত! হেফাজত বলবেন!"
এই ধরনের তর্কগুলো বহু পুরানো। সব বিষয়ে আছে। এই তর্কগুলোতে সরল সাধারন মানুষকে "নাম" গিলে খাওয়ানোর চেষ্টা করানো হয়। "কাম" বাদ দিয়ে।
আমি কাম বুঝার চেষ্টা করি। নাম যাই হোক।