Post# 1545986639

28-Dec-2018 2:43 pm


ধরি একটা প্যরাডক্স ছিলো :

কোনো দল,
তাদের কথায় দেশের ৮০% লোক দ্বিনের উপর আসছে।
কিন্তু তাদের ৮০% কথাই অতিরঞ্জিত।

তাদের অতিরঞ্জনের ভুল ধরবেন? কিন্তু তাদের কথাতে মানুষ দ্বিনের উপর আসছে। আপনি তাদের বিরোধিতা করবেন? বরং এর থেকে চুপ থাকা ভালো।

সে কারনে অতিরঞ্জনটা বাড়তে থাকবে। কর্মিরা প্রতি জেনারেশনের অতিরঞ্জনকে "সাধারন ভাবে সঠিক" বিশ্বাস করতে থাকবে।

এর পর একদিন হটাৎ করেই প্যরাডক্সটা চলে যাবে,
যখন এই কথা রটে যাবে যে ঐ দলের ৮০% একটিভিস্ট প্রায় পথভ্রষ্ট।

হটাৎ করে। একটা wakeup moment.

এর পর নতুন সমস্যা। এখন casualty হিসব করার সময়।

কতদিন পর্যন্ত তারা ভুল ছিলো?
কত গভীর পর্যন্ত?
যারা এতদিন তাদের পক্ষে বলতো তাদের কি হবে?

কিন্তু প্যরাডক্সটা নেই। চলে গিয়েছে।

এর পর কি? পরিক্ষা আরো কঠিন হবে?

28-Dec-2018 2:43 pm

Published
28-Dec-2018