Post# 1545814162

26-Dec-2018 2:49 pm


নিজের বুঝ যত "বেশি" হোক , এর পরও একটা সন্দেহ থাকে। "গোড়া থেকে ভুল করে আসছি না তো?" যুক্তি কোনো পক্ষেরই কম নেই যেহেতু। শেষ বুঝটা অন্তর দিয়ে বুঝতে হয়।

কিন্তু অন্তরের টান বলে একটা কথা আছে। টান জাহান্নামের দিকে? বার বার খারাপের দিকে ঝুকতে থাকে। যদিও কখনো কখনো ঠিক পথে থাকে।

আমার অন্তরের টান আমি জানি না। সৃষ্টি সময়ে এটা ঠিক করা। হয়তো না-হককে আমি বার বার হক মনে করি। শেষ পরিনতি যদি হয় জাহান্নামে তবে ময়দানে দাড়িয়ে শকড হতে হবে।

সে কারনে অন্যদের দিকে তাকাই। সেও কি একই বুঝছে? এই "অন্যরা" ফেসবুকের রেন্ডম কোনো আইডি না। যারা উচু গলায় গরম দেখিয়ে সাথে "হক-কথা" বলে যায় কমেন্টে। কিন্তু ব্যক্তি জীবনে সে কেমন আমার জানা নেই। তাকে চিনিও না।

বরং অন্যরা বলতে বুঝি, পরিচিত লোক। যাদের মুখলেস মনে করি। আল্লাহ ভীরু। নম্র স্বভাবের। ব্যক্তি জীবনে সৎ। মাল-সম্পদ-ক্ষমতা-খ্যাতির লোভ যাদের ঢেকে ফেলে নি। সবাই নিশ্চই ভুল না?

[প্রসংগ/ভিডিও কমেন্টে]

    Comments:
  • https://www.facebook.com/JameelSelyt/videos/269155630417510/

26-Dec-2018 2:49 pm

Published
26-Dec-2018