Post# 1545724669

25-Dec-2018 1:57 pm


৭০-এর শেষ দিকে।


চলতো,

"পা ধরে মাফ চা"
"কান ধরে মাফ চা"

এগুলো খুব কমন ছিলো। মানুষ ছিলো অল্প শিক্ষিত। তারা এগুলো দেখে আত্মতৃপ্তি পেতো। কেউ তার পা ধরে মাফ চাচ্ছে। পায়ের কাছে পড়ে আছে। Literally.

৮০ এর শেষ থেকে। দেশ এগিয়ে যায়। যোগ্যতার মূল্যয়ন আরম্ভ হয়। মানুষ নিজের সম্মান নিয়ে চলা শিখে।

২০২০ : দেশ ফিরে গিয়েছে আবার সেই "পা ধরার যুগে"। পা ধরা এখন আবার উন্নয়নের সিড়ি। ক্ষমা চাওয়ার পদ্ধতি। Literally.


আমি ছাত্রলীগ করি। বুয়েটে পা মোড়ানোর সুযোগ কখনো হয় নি। কিন্তু বুয়েটের এক ছাত্র আমার পা ধরে মাফ চাচ্ছে। অদ্ভুত আত্মতৃপ্তি।

আর আমার পা জড়িয়ে ধরে যদি কোনো ডাক্তার?
ভবিষ্যতে গল্প করতে পারবো, "ও ডাক্তার? কত ডাক্তার আমার পায়ের কাছে পইড়া কান্দে।"

আচ্ছা সাকিবুল হাসান বিখ্যাত কৃকেটার? সেও কি কারো পা ধরে কান্না করেছে? যদি করে থাকে তবে সে গল্প করতে পারবে "এই যে সাকিব, যারে মাথায় নিয়া তোমরা লাফা লাফ করো। সে তো আমার পা ... "

25-Dec-2018 1:57 pm

Published
25-Dec-2018