"আপনি যত লোকদের বিভ্রান্ত করছেন, এর দায়িত্ব কে নেবে?"
কমন উক্তি। ৮ বছর ধরে শুনছি।
১
সহজ উত্তর :
আপনি যেমন মনে করছেন আমি বিভ্রান্ত করছি।
তেমনি আমি মনে করছি আপনি করছেন।
এটা বুঝতে পারেন নি কেন?
প্রশ্ন : "দায়িত্ব কে নেবে?"
দায়িত্ব বিতরনের দায়িত্ব আমার বা আপনার না।
দায়িত্ব বিতরনের দায়িত্ব আপনি নিজের কাধে নিচ্ছেন কেন?
২
ভাবি :
যারা এই ধরনের কমেন্টে করে, তারা কি এই বেসিক উত্তরগুলো জানে না?
এর পরও একই প্রশ্ন বার বার বহু জন করে কেন?
এটা একটা রহস্য।
আমি ধরে নেই এর কারন তারা over-confident bully. বিভিন্ন জনের স্টেটাসে এই কমেন্ট করে বহু সুবিধা পেয়েছে। বিপক্ষ এই কথা শুনলে fold up হয়ে যায় যেহেতু। এখানেও একই কাজ করছে একই সুবিধার আশায়।
৩
শিক্ষা :
সব কিছুতে একটা শিক্ষনীয় কিছু আছে।
মনে করেন আপনার স্ত্রী মার্কেটে যাবে বায়না ধরেছে। আপনি যেতে চাচ্ছেন না। কি করবেন?
বলবেন "এই যে মার্কেটে যেতে যাচ্ছো, পথে যদি এক্সিডেন্ট হয় তবে এর দায়িত্ব কে নেবে?"
দেখবেন আপনার স্ত্রী চুপসে গিয়েছে। :-)
- Comments:
- Relevant :
https://www.facebook.com/habib.dhaka/posts/10153624253463176 - এক জন ফল্ট করলে গ্রুপের ৬ জনই ডিফল্টার। তাই গ্রুপের বাকি পাচ জন পিটিয়ে তার টাকা আদায় করবে আপনার পক্ষ থেকে।