Post# 1545566171

23-Dec-2018 5:56 pm


"কোনটা ঠিক বুঝতে পারছি না, কি করবো?"

ধরেন গনতন্ত্র। গনতন্ত্র কুফর নাকি কুফর না, সেটার উপর আপনার জান্নাত বা জাহান্নাম নির্ভর করে না।

কিন্তু করবে শুধু দুই ক্ষেত্রে :

১। গনতন্ত্র কুফর ঘোষনা দিয়ে, গনতন্ত্র সংশ্লিষ্ঠ সবাইকে কাফের বা মুরতাদ ঘোষনা দিয়ে, তাদের হত্যা করতে অস্ত্র নিয়ে নেমে গেলেন। অনেককে মারলেন। শেষে আপনি নিজেও জীবন দিলেন।

এই পরিস্থিতিতে আপনার জান্নাত-জাহান্নাম নির্ভর করছে গনতন্ত্র কুফর নাকি কুফর না সেটার উপর আখিরাতে।

২। গনতন্ত্রকে "মানব অধিকার" "মানবতার মুক্তি" "মহৎ" ঘোষনা দিয়ে শুধু গনতন্ত্র রক্ষার জন্য সারা জীবন সংগ্রাম করে গেলেন। এমন কি রাস্তায় নেমে হয়তো গনতন্ত্রের জন্য জীবন বিসর্জন দিলেন। তখন।

    Comments:
  • //আপনার প্রার্থী বিজয়ী হয়ে যে আইন* তৈরি করবে তার দায়দায়িত্ব আপনি নিতে প্রস্তুত তো?//

    গনতন্ত্র বাদ দেন। "খলিফাকে" বায়াত দিয়ে মেনে নেয়ার পরে সে যা হুকুম জারি করবে তার দায়িত্ব নিতে আমি প্রস্তুত তো?

    একই ভাবে, "তিনজন সফর করার সময়ে একজনকে আমির বানাও" হাদিস। বানালাম একজনকে। এর পর সে সফরের আমির হয়ে যা হুকুম জারি করবে, এর দায়িত্ব নিতে আমি প্রস্তুত কিনা সেটাও ভাবার বিষয়।

    এগুলো রিজলভড ইশু। যেহেতু বহু যুগ আগের প্রশ্ন। নতুন সমস্যা না।

  • নেতা নির্বাচিত করি একজনকে। যেহেতু নেতৃত্বে একজনকে লাগবে। সে "আমার থেকে ট্যক্স আদায় করবে" এর জন্যও যেমন ভোট দেই না, তেমনি "আল্লাহর আইনের বিপরিত আইন তৈরি করবে" এজন্যও পাঠাই না।

    যেটা আমার ক্ষমতায় নেই, সেটার জন্য আমি দায়ি না।

  • //বলতে হবে আপনি গনতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে -জ্ঞানহীন অবুঝ// বস্তুতঃ এই কথাটাই সোজাসুজি বলা হয়েছে এই স্টেটাসের প্রথমে। আবার পড়ে দেখুন। বুঝার জন্য ধন্যবাদ।

23-Dec-2018 5:56 pm

Published
23-Dec-2018