মুফতি মনসুরুল হক সাহেব সব সময় "গনতন্ত্র কুফর" বলেন। তবে ভোট দেয়াও উনার মতে নিশ্চই কুফর?
না ঠিক না। ২০০৮ এর নির্বাচনের আগের সপ্তাহে উনি খিলগাও বাজার মসজিদে জুম্মার সময়ে বলেছিলেন "মন্দের ভালোকে" ভোট দিতে। সবাই ছিলো দ্বিনদ্বার তবলিগি বা আলেম তোলাবা।
মজমায় আমি ছিলাম। সবাই "হো" করে উঠে।
উনি ব্যাখ্যা করেন, আল্লাহ না করুক মন্দ যদি ক্ষমতায় আসে তবে ক্ষতি আরো বেশি হবে। এর পর কথাগুলোর আরো ব্যাখ্যা করেন।
আমাদের জিহাদি ভাইয়েরা উনার প্রথম কথা নিয়ে এক্সট্রাপোলেট করে বলবেন "দেখেন ভোট দেয়া কুফর কারন মনসুরুল হক সাহেব বলেছেন গনতন্ত্র কুফর"।
বাস্তবতা ভিন্ন। কাচি-কাটা কোটেশনের বাইরে খবর নিলে বাস্তবতা জানতে পারবেন।
- Comments:
- ^ edited and explained in the main status.
- ^ ডঃ খন্দকার জাহাঙ্গির স্যার একজন।