একটা ইয়ং ছেলে। সুন্নাহর উপর চলছে :
সুন্নতি পোশাক। সুন্নতি চুল। সুন্নতি বসা চলা।
কিন্তু :
সুন্নতের উপর চলতে গিয়ে পরিবার পরিজন বন্ধুদের অনেক বাধা।
সে তাদের থেকে বিচ্ছিন্ন - এটা একটা সুন্নাহর খিলাফ।
সবসময় কঠোর চেহারা নিয়ে থাকে।
কারন কিছুটা, তার কষ্ট-দারিদ্রতা।
কিছুটা কঠোর ভাবে সুন্নাহর উপর চলার প্রচেষ্টা।
হাসি মুখে সবার সাথে কথা বলা - একটা সুন্নাহ তার হয় না।
সব সময় সন্তুষ্ট চিত্তে থাকা - এই সু্ন্নাহও তার হয় না।
পিতা মাতার খিদমত সে সেভাবে করতে পারে না।
কারন তার বাপ মা তার সু্ন্নাহর উপর চলার বিরোধি।
কি বুঝলাম?
একটু ব্রেক দিলে সে হয়তো আরো বেশি সুন্নাহর উপর চলতে পারতো।
আল্লাহ তায়ালার আরো বেশি সন্তুষ্টি পেতো।
- Comments:
- ^ আর কি কি ধীরে ধীরে গড়ে উঠে সেটা প্রশ্ন। নাকি সবকিছুই ধিরে ধিরে আসে? দ্বিনের উপর চলা?
- তবে শয়তান থেকে দূরে থাকবেন। আল্লাহ তায়ালা আমাকেও দূরে রাখুন।