Post# 1545415625

22-Dec-2018 12:07 am


যে কাকরাইল মসজিদে এক সময়ে শোয়ার জায়গা পাওয়া যেতো না। সেখানে মাগরিবের পরে দোতলার দৃশ্য আজকে [reportedly].

তবলিগে মানুষ খুব বেশি হয়ে গিয়েছিলো। যে কারনে দ্বন্ধ বেড়ে গিয়েছিলো। এখন আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। সেই প্রথম দিনগুলোর সময় যখন যেই আসুক তাকে নিজের পথের সংগি মনে করে কদর করা হতো। হুকুম, ধমকি আর সম্ভবতঃ নেই।

এলাকার মসজিদে ৩০ বছর আগে দেখতাম শুধু দুই জন তবলিগওয়ালা, আর হয়তো দুই জন সংগি, চার জনে কাজ করতো। এর পর বহু বড় হয়েছে, অনেক লোক।

এখন আবার সেই এতিমের মতো। দেখলে কষ্ট হয়। ইচ্ছে হয় আবার জুড়ি।

দ্বিন এরকম একদিন গুটিয়ে আসবে। যে মদিনা থেকে বেরিয়েছিলো, সেই মদিনাতে গুটিয়ে প্রবেশ করবে। দুনিয়ার কোথাও আর নেই।

    Comments:
  • ছবিটা সরিয়ে ফেললাম। একজন বললো এটা পুরানো ছবি। কিন্তু পোষ্টটা রইলো। কথাগুলো ঠিক। এমফেসাইজ সরিয়ে ফেললেও।

22-Dec-2018 12:07 am

Published
22-Dec-2018