Post# 1545408800

21-Dec-2018 10:13 pm


রাসুলুল্লাহ ﷺ এর প্রতি মহব্বতের পরবর্তি ধাপ হলো উনার বংশধর আহলে বাইতের সদস্যদের প্রতি মহব্বত রাখা।

এত বেশি না যে তাদের মাঝে যারা সুন্নাহর উপর নেই তাদেরকে অনুসরন করতে থাকবো।
আবার এত কম না যে বলতে থাকবো "হ্যা হ্যা! দেখা আছে। ওরা কিরকম!"

এটা বুঝতে হবে যে উনারা রাসুলুল্লাহ ﷺ এর বংশধর। যাদের অধিকাংশকে আল্লাহ তায়াল দুনিয়া বঞ্চিত করে রেখেছেন আখিরাতে দেবার জন্য।

দুরুদে যখন আমরা ওয়ালা আ'লে মুহাম্মাদ ﷺ বলি, তখন এই সকল জিবিত লোকদের কথাও বলি।

রাসুলুল্লাহ ﷺ এর একটা টান আছে উনাদের জন্য।
এবং উনার ﷺ টান যেদিকে, আমাদের টানও সেদিকে।

আল্লাহ তায়ালা উনাদের সবার উপর সালাম সালাত বরকত পাঠান।

#hTasauf

21-Dec-2018 10:13 pm

Published
21-Dec-2018