Feeling like : "ছুন্নিয়ত" লাইনটা পচে গিয়েছে। ৯০% কথাই আক্রমন, বা ঘৃনা প্রকাশ, বা ক্ষোভ, বা লানত এসব।
টেকনিক্যলি স্পিকিং ১৯৯০ এর দিকে আহলে হাদিসের ৯০% ও ছিলো হানাফিদের আক্রমন। তবে গালা-গালি ছিলো ছুন্নিদের থেকে অনেক মাত্রায় কম। বা ছিলো না।
[ প্লাস নোট : এটা "দ্বিনের জন্য" সব গ্রুপ করছে। যেটা সম্ভবতঃ তাদের দৃষ্টিতে জায়েজ। বা সু্ন্নাহ। বা অন্য কিছু। যার দলিল-প্রমান তাদের কাছে আছে। ]
কারো থেকে কিছু শিখতে হলে তার খারাপগুলো সহ্য করে ভালো গুলো থেকে শিখতে হয়। এটা আমি বিশ্বাস করি।
তাই আক্রমান গুলো বাদ দিয়ে ভালো গুলো বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো।
FAQ : "কিন্তু, আপনি এগুলো শুনছেন কেন? কি স্বার্থে? কি শিখতে?"
তাসাউফ শিখতে। কি করে অন্তর পরিষ্কার রাখা যায় সেটা।
"গালা গালি থেকে?"
... ভাবিয়ে তুললো।