Post# 1545307355

20-Dec-2018 6:02 pm


নামাজের আন্তরিকতার প্রথম ধাপ হলো প্রথম তকবিরে "আল্লাহু আকবার" বলার পর থেকে যেন আমি আল্লাহকে দেখছি। সুরা ফাতিহার অর্থ বুঝলে বুঝবেন এটা সামনে দাড়ানোর পরে কথোপকথনের আরম্ভ। প্রতি আয়াতের জবাবে আল্লাহ তায়ালা কি বলেন সেটাও বলা আছে হাদিসে।

কি সুরতে কি ভাবে দেখছেন, এগুলো একেকজনের জন্য একেক রকম। এই বিষয়ে কারো সাথে শেয়ার করা, বা কারো ভেলিডেশন নেয়ার দরকার নেই।

হাদিসে জিব্রীলে, জিব্রাইল আ: এসে রাসুলুল্লাহ ﷺ কে প্রথমে এটা শিখিয়ে দিয়ে গিয়েছিলেন।

রাকাত শেষ করার চেয়ে বরং খেয়াল যাবে আল্লাহর দিকে। কথোপকথন সুন্দর করার দিকে।

কেউ যদি এরকম ভাবে নামাজ না পড়ে? তবুও নামাজ হবে।
সে আল্লাহর ইবাদত করছে এর পরও।

তবে যাকে যতটুকু বোধ-বুদ্ধি-যোগ্যতা আল্লাহ তায়ালা দিয়েছেন,
তার থেকে আমলের এক্সপেকটেশন তত বেশি থাকে।

অন্যের কমতি যেন আমার অজুহাত না হয়।

#hTasauf

20-Dec-2018 6:02 pm

Published
20-Dec-2018