Post# 1545237400

19-Dec-2018 10:36 pm


রাসুলুল্লাহ ﷺ এর প্রতি মহব্বতের প্রথম ধাপ হলো দুরুদ পড়া।

নামাজের শেষ বৈঠকে সবাই দুরুদ পড়ে। এর বাইরে ওজিফার অংশ হিসাবে দুরুদ পড়া। যেমন সকালে ১০০ বার এবং বিকালে ১০০ বার। অথবা হয়তো রাতে ঘুমানোর আগে ১০০ বার।

এর থেকে বাড়ালে, প্রায় অধিকাংশ সময়ই দুরুদ পড়তে থাকা। এটা একদম হাই-ক্লাসের বন্দারা করেন। এবং এদের উপর অনেক কাহিনী আছে। ইউটুবে আছে। বইয়ে আছে। "ফাজায়েলে দুরুদ" বইটা দ্রষ্টব্য।

পীররা সাধারনতঃ "দুরুদে উম্মি" সাজেষ্ট করেন ওজিফার জন্য।

যে দুরুদ পড়া হয় সেগুলো রাসুলুল্লাল্লাহ ﷺ এর কাছে পৌছানো হয় এবং উনি জানেন কে পড়ছে। বিশেষ করে নিয়মিত যারা পড়েন।

গুনাহগারদের জন্য উনার শাফায়াত ছাড়া আখিরাতে বাচার উপায় নেই।

#hTasauf

    Comments:
  • ^ পরিবেশ পরিস্থিতি নিয়ত অন্তরের উপর নির্ভর করে।
  • বাংলা বা ইংরেজিতে নেই। আরবিতে আছে। যার কোনো অনুবাদ নেই।

19-Dec-2018 10:36 pm

Published
19-Dec-2018