Post# 1545228682

19-Dec-2018 8:11 pm


এক বছর আগে ভাবতাম এক বছর পরে তবলিগের কি অবস্থা হবে।

তবলিগের জামাতে বের হওয়া - প্রায় বন্ধ। মোমেনটাম দিয়ে যা চলতো, ১লা ডিসেম্বরের ঘটনার পরে তাও শেষ। নতুন কোনো সাথি আসছে না।
বিদেশি জামাত - ইন্দোনেশিয়ার জামাত নিয়ে গন্ডোগোলের পরে বন্ধ।
মসজিদ ওয়ারি খুসুসি গাস্ত - সা'দ সাহেব আগেই নিষেধ করে রেখেছেন।
মসজিদে তালিম - ফাজায়েল-মুন্তাখাব দ্বন্ধ।
মারকাজ - কাকরাইল বন্ধ। পুলিশের বাধা। নয়তো লাঠিওয়ালা।
লাভলেন মসজিদ - ডিসেম্বরে হাত বদল হয়েছিলো।
বাকি মারকাজ - অধিকাংশে দ্বন্ধ, গন্ডোগোল।
বাকি মেহনত - থেকে বিরোধিতা বেশি।

নেট কাজ শূন্য।
ঐতিহাসিক পরিবর্তন। আগে যেটা ভাবা যেতো না।

19-Dec-2018 8:11 pm

Published
19-Dec-2018