Post# 1545189455

19-Dec-2018 9:17 am


ছুন্নিয়ত : পার্থক্য সমূহ - ১

যতটুকু আমি বুঝলাম।

আকিদার দিক থেকে :

১। নূরে মুাজাস্সাম : রাসুলুল্লাল্লাহ ﷺ এর দেহ মুবারক মাটির বদলে নূর দ্বারা তৈরি ছিলো। এটা ছুন্নিয়াতের ফান্ডামেন্টাল বিশ্বাস। অবিশ্বাসিরা কাফের।

২। হাজির-নাজির : রাসুলুল্লাহ ﷺ সৃষ্টির সর্বত্র একই সময়ে উপস্থিত এবং সব কিছু দেখছেন। অনেকটা আশারিরা আল্লাহ তায়ালা যেমন "সর্বত্র বিরাজমান" বিশ্বাস করে সেরকম। কিন্তু আল্লাহ তায়ালার বদলে রাসুলুল্লাহ ﷺ এর ব্যপারে এরকম বিশ্বাস করতে হবে।

৩। রাসুলুল্লাহ ﷺ আমাদের মতো মানুষ ছিলেন না : এর বিপরিত যে কোনো কথাকে blasphemy হিসাবে ধরা হয়।

#HabibDiff

19-Dec-2018 9:17 am

Published
19-Dec-2018