এত দলের বিপক্ষে লিখলাম যে "X বিদ্বেষি" এর যে কোনো লিষ্টে আমাকে ফেলা যায়। বাদ ছিলো "দেওবন্দি"।
১
কিন্তু এখন এর উপর লিখাও বিপদজনক। এখন লিখলে আমাকে এতাতিদের দলে ফেলে দেয়া হবে। দুই বছর আগে লিখলে বরং সময় মতো হতো।
তবে এর পরও লিখার অনেক স্টাইল আছে। যেমন একটা "সরাসরি সমালোচনা" লিখা। অন্যটা "সুক্ষ্ম সমালোচনা"। সুক্ষ্মটা যে বুঝার বুঝে, অন্যরা "বিভ্রান্ত" হয়। প্রশ্ন করে, "কি বলতে চাচ্ছেন?"
কিন্তু এর পরও সুক্ষ্ম পথ নিতে হয় অনেক সময়ে, "ফিতনা" এড়াতে।
২
চিন্তা করছি, আমি এত দলের "বিদ্বেষি"।
এর পরও আমি নাকি সব দলের পক্ষে "মুরজিয়া"।
দুঃখ রাখি কোথায়? [এখানে কপাল চাপড়ানোর ইমো হপে]
- Comments:
- ^ connect the external internet connection to the WAN port of any router. And interconnect the routers using LAN ports. That will do.
- ^ modern switch and routers aren't much different from one other. One copies the functionality of the other.