আলাউদ্দিন জিহাদী সাহেবের ওয়াজ শুনছিলাম কিছু দিন ধরে। ছুন্নিয়াতের সম্পর্কে জানার জন্য।
১
আজকে জানলাম জিহাদী সাহেব আটরশির আলেম। শকড। কেমনে কি?
আটরশির বর্তমান গদিসিন পীর সম্পর্কে উনাদের মত কি? ক্লিনশেইভড যিনি? দেখলাম উনাদের মত হলো উনি বর্তমান "পীর সাহেব" না, বরং "ভাইজান"। পীর ছিলেন যিনি মারা গিয়েছেন উনি।
তাহলে এখন গদিশীন পীর কে? কার হাতে বায়াত হয়? বায়াত তো হতে হবে জীবিত কারো হাতে। ঠিক?
এর উত্তর পাই নি।
২
তবে সুন্নিয়াতের "মূলধারা" কারা? কোন আলেম তাদের অধিকাংশের প্রতিনিধিত্বকারী?
কে জানে? সবাইকে কোনো না কোনো সিলসিলা বা দরবারের সাথে সম্পৃক্ত দেখছি। যেখানে এক দরবারের অনুসারি অন্য দরবারের আলেমকে ঠিক "নিজেদের" মনে করে না।