প্রসংগ : সৌদি ও গান-বাজনা।
১
সৌদির সরকারী গান এখন "আশ সালমান" ইয়া বিলাদি আশ সালমান।
সালমান দীর্ঘজীবি হোক, আমার দেশ, আমাদের রাজা।
Catchy tune. Warning : মিউজিক আছে।
https://www.youtube.com/watch?v=MB8ElBCKDN0&t=30s
২
এর পর,
এ সপ্তাহে সৌদির রাজপথে উন্মুক্ত কনসার্ট। রিয়াদে। ছেলে মেয়ে মিলে পার্ফরমার/গায়িকা। ছেলে মেয়ে মিলে অডিয়েন্স/শ্রোতা।
https://www.facebook.com/middleeastmonitor/videos/759314517777188/
উপরে "আশ-সালমানের" পারফরমেন্স।
এটা আমাদের স্টেন্ডার্ডে যত না খারাপ,
সৌদি স্টেন্ডার্ডে এর থেকে বেশি খারাপ।
৩
আরেকটা পার্ফরমেন্স। পোষ্টার বলছে এটা মক্কায় হারামের কাছে। কিন্তু তার কথা ঠিক নাও হতে পারে। তবে সৌদিতে যে সেটা ঠিক। উন্মুক্ত মিউজিক পার্ফরমেন্স। ছেলে-মেয়ে মিলে নাচ।
https://www.facebook.com/ahmed.aljumeely/videos/279632889568761/
৪
সৌদিরা এগুলো নিয়ে কি ভাবছে?
সৌদি গ্রান্ড মুফতিকে প্রশ্ন টিভির অনুষ্ঠানে, "এই যে গান নাচ সিনেমা হচ্ছে সৌদিতে প্রকাশ্যে। কিছুদিন আগে মক্কায় হারামের কাছে। এই ব্যপারে হুকুম কি?"
শায়েখ আরম্ভ করলেন : "আমরা এখন শান্তি ও সুখে আছি"... এর পর সরকারের প্রসংশা স্তুষ্টি... প্রশ্নের কোনো উত্তর না দিয়ে।
https://www.facebook.com/groups/767361420119939/permalink/944785632377516/
[ ফুসহা আরবী, যদি আমার বুঝতে ভুল না হয়ে থাকে ]
৫
একটা রিমাইন্ডার যে ১৯৮০ সালের আগে সৌদিতে জোরে কেসেট গান বাজনা চলতো। যেটা দেখে বিগড়ে গিয়ে জুহাইমিন কাবা শরিফ দখল করেছিলো। এর পর বন্ধ হয়ে যায়।
এখন আবার pre-জুহাইমিন যুগে যাচ্ছে। সালমান যেরকম চাচ্ছিলো।
- Comments:
- ^ মোবাইলে লিখলে এত বানান মানুষ দেখে না। আমি লেপটপে লিখি তাও হাজার ভুল।