Post# 1545096568

18-Dec-2018 7:29 am


"ইলম"


মকতবে শামিলা। ২০ হাজার কিতাব। সবগুলো পড়ার দরকার নেই। যেই টপিক চাই key-word দিয়ে সার্চ করে বের করে পড়া যায়। এর সাথে ইন্টিগ্রেটেড ডিকশেনারি।

কিন্তু প্রশ্ন হলো শিখবো কি?

মাসলা মাসায়েল প্রয়োজনিয় যা আছে সেগুলো জানা আছে। দ্বিমতের বিষয়গুলোতে কার মত কি সেটা সহ।

আকিদার ব্যপারে জানার প্রয়োজন শুধু দুনিয়ার জন্য। আরেক জনের কুফরি ফতোয়া থেকে বাচতে। যে যেটাকে কুফরি মনে করে। আখিরাতের জন্য প্রয়োজন নেই।

আর তর্কা-তর্কির জন্য ইলম শিখা মানে নিজের ধ্বংশ।


মাসলা মাসায়েলের পেছনের দলিলগুলো জানা যায়।

কিন্তু এগুলো জানলেও শেষে দেখা যাবে এখন যার উপর আছি সেটাও ভুল না। হাজার হাজার আলেম এগুলো অলরেডি ফিলটার করে এনেছে। আমাদের এই কষ্ট বাচিয়ে।

আর যে কয়েকটা সবচেয়ে "বিতর্কিত" মাসলা নিয়ে চেক করেছি আগে, কোনোটাতেই ভুল পাই নি।


উপলব্ধি করছি : "আমল"-ই আসল।

আমলের পেছনে অনেক সময় দিতে হবে।
ইলমের পেছনে আর সময় না দিয়ে।

18-Dec-2018 7:29 am

Published
18-Dec-2018