"একটা LAN এ ৮ টা WiFi রাউটার লাগাবেন কি করে?"
প্রথম রাউটার থেকে একটা নেটওয়ার্ক ক্যবেল টেনে দ্বিতীয় রাউটারে লাগাতে হবে।
এর পর দ্বিতীয় রাউটার থেকে আরেকটা ক্যবেল টেনে তৃতীয় রাউটারে।
এরকম চলবে।
সেন্ট্রাল একটা সুইচ-হাব থেকে সবগুলো রাউটার পর্যন্ত আলাদা আলাদা ক্যবেল টানার দরকার নেই।
এর পর LAN এ কানেকটেড যে কেউ সবগুলো রাউটার-কমপিউটার-সার্ভার কে ping করে পাবে। সবগুলো মিলে একটা নেট। আইসোলেটেড না।
গেইটওয়ে, মানে বাহির থেকে আসা ইন্টারনেট কানেকশন যে কোনো একটা রাউটারে দিলেই হবে। বাকিগুলো পাবে।
এর জন্য দামি রাউটার লাগবে না। ১০০০-১২০০ টাকা দামের যে কোনো TpLink WiFi router হলে হবে।
- Comments:
- https://www.facebook.com/habib.dhaka/posts/10156001511383176
- ইন্টারনেটটা আসছে LAN দিয়ে। LAN Giga bit বা 100 Mbps কমপক্ষে। আর বাহির থেকে আসা ইন্টারনেট কানেকশন সর্বোচ্চ 10mbps. তাই LAN এ বাটল নেক হয় না। গেইটওয়েতে হয়। যেটা সবার মাঝে সমান ভাগে ভাগ করে দেয়। রাউটার যেখানে থাকুক।
যদি LAN এ bottleneck হয়, তখন অন্য হিসাব।
- কেবেল না টেনে শুধু WiFi extender দিয়ে wirelessly করলে প্রতি ধাপে স্পিড অর্ধেক কমে যেতো। তখকার জন্য আপনার কথা ঠিক।
- ^ indeed. এর জন্য শেষটা থেকে একটা তার টেনে আবার প্রথমটায় লাগিয়ে 'ডেইজি চেইন' করা যায় কিনা দেখছি। এখনো করি নি।
এরকম করলে যে রাউটার বন্ধ হবে শুধু সেটাই বন্ধ হবে। এর পরের গুলো চলতে থাকবে দ্বিতীয় লুপ দিয়ে।