Post# 1544989444

17-Dec-2018 1:44 am


বাসায় ৮ টা ওয়াইফাই রাউটার। ১০০ টা মোবাইল-লেপটপ। সব একটা পাসওয়ার্ড দিয়ে চলতো।

এটাকে বদলিয়ে প্রতি ফ্লাটে আলাদা ইউসারনেম/পাসওয়ার্ড দিয়ে দিয়েছি।

যেটা করতে হয়েছে : একটা কম্পিউটারে রেডিয়াস সার্ভার [freeradius] ইনসটল করে, সবগুলো রাউটারকে বলে দিতে হয়েছে ঐ রেডিয়াস সার্ভার থেকে অথেনটিকেট করার জন্য। রেডিয়াস সার্ভারে সবগুলো ইউজার-পাস এড করা আছে।

আগে ওয়াইফাই কানেকশনের জন্য শুধু পাসওযার্ড চাইতো। এখন ইউজারনেম আর পাসওয়ার্ড দুটোই চায়।

সুবিধা :

- পুরানো পাসওয়র্ড অনেক বেশি প্রচার পেয়ে গিয়েছিলো।

- প্রতি ফ্লাটের মালিককে ইউজার নেম-পাস জানিয়ে দেয়া আছে। উনারা উনাদের সন্তানদের দেবেন নাকি দেবেন না সেটা তাদের ব্যপার।

- কোনো ফ্লাটে অতিরিক্ত ব্যন্ডউডথ ব্যবহার হলে সেটা কনট্রোল করা যাবে। আগে কোন ম্যক কোন ফ্লাটের বুঝার উপায় ছিলো না।

    Comments:
  • ^ খাই খাই করে জাতির আজকে এই অবস্থা।
  • indeed, তাই হচ্ছিলো।
  • নিজে নিজে।
  • TP-Link WiFi router. বাজারে যেগুলো সস্তায় পাওয়া যায়।
  • https://www.urbandictionary.com/define.php?term=Borolox
  • একটা LAN. Network cabled. এর সাথে ৮ টা wifi রাউটার। প্রতি ফ্লোরে একটা করে।

17-Dec-2018 1:44 am

Published
17-Dec-2018