একটা আমে পোকা। আমটা ফেলে দেবো? নাকি পচা অংশটা কেটে ফেলে দিয়ে বাকিটা খাবো?
১
কোনো একটা দলের শিক্ষায় কিছু ভুল আছে। ভুল গুলো বাদ দিয়ে কি ভালোগুলো থেকে শিক্ষনীয় কিছু নিতে পারি?
২
"যদি পোকা-পচা অংশ কাটতে গিয়ে ভুল হয়? পোকা খেয়ে বসি?"
"ভালো আম থাকতে পচা আম খাওয়ার দরকার কি? ফেলে দাও।"
কিন্তু যদি সব আমেই পোকা থাকে? বা পাশের জনের দাবি "তোমার আমে পোকা"। আমি পোকা না দেখলেও?
৩
বরং এইভাবে চিন্তা করেন,
"এক গামলা পানিতে যদি সামান্য একটু গু মিশান। তবে পানির কি এক সাইড নাপাক হবে? না, বরং সম্পুর্ন পানিই নাপাক হয়ে যাবে।"
দুর্দান্ত। এখন? কি জবাব দেবেন?
৪
ডঃ খন্দকার জাহাঙ্গির স্যারের একটা লেকচার দেখছিলাম। বললেন ঐ পানি নিয়ে এখন যদি আপনি আপনার পুকুরে ঢেলে দেন, তবে নাপাক পানির কারনে আপনার পুকুরের সমস্ত পানি নাপাক হয়ে যাবে না। বা নদিতে ঢাললেও না।
৫
পোকা কেটে ফেলেই খেতে হবে। কারন টেবিলের সব আমেই পোকা।
কম হোক বা বেশি।