১
"আমি কোটিপতি হয়ে গেলে দান-জনসেবা করবো।
তাই আপনাদের কাছে অনুরোধ,
আমাকে কোটিপতি বানিয়ে জনসেবা করার সুযোগ দিন।"
এমন কথা আমরা শুনি না। কারন আপনাকে কেন? আমাকে কোটিপতি বানিয়ে দিলে আমিও কিছু কিছু জনসেবা করতাম। তাই আপনার বদলে বরং আমি কোটিপতি হতে চাই। হতে চায় না কে?
মানুষ এত নির্বোধ না যে এমন কথা বলবে।
২
তবে যেটা শুনি : "আমাকে নির্বাচিত করে জনসেবা করার সুযোগ দিন।"
৩
আমার কাছে দুটো এক।