Post# 1544776222

14-Dec-2018 2:30 pm



তিনটা দেশকে তবলিগের কাজের ভুমি ধরা হতো।
১। ভারত ২। পাকিস্তান ৩। বাংলাদেশ

তিন জায়গা থেকে বেশি সংখ্যায় বিদেশি জামাত আসতো
১। আরব ২। দক্ষিন আফ্রিকা ৩। মালয়শিয়া

এর মাঝে আরব, দক্ষিন আফ্রিকা, পাকিস্তান আর অর্ধেক বাংলাদেশ সা'দ সাহেবের বিপক্ষে।

আমি ৫০-৫০ বিভাজন দেখতে পারছি।


ভদ্রলোকের চুপ থাকাকে যেন আমি তার পক্ষ থেকে "স্বিকৃতি" না ধরি। নিজামুদ্দিনের মাওলানা জুবায়ের সাহেব শুরার সাথি হয়েও যত দিন বেচে ছিলেন চুপ ছিলেন। এটাকে পরবর্তিতে সা'দ সাহেবের পক্ষের লোকেরা "স্বিকৃতি" হিসাবে প্রচার করা আরম্ভ করে -- "সা'দ সাহেব যদি ভুল হতেন তবে জোবায়ের সাহেব তখন প্রতিবাদ করলেন না কেন?"

এই জিনিসটা আমি তবলিগের অন্য জায়গায়ও দেখেছি। আমির সাহেব ভদ্র। তাই চুপ থাকেন। ক্ষমতা পছন্দ করেন এমন কেউ হই হুল্লোড় করে সব কিছু নিজেই ফয়সালা করেন। আমির সাহেবের চুপ থাকাকে প্রচার করেন উনার "স্বিকৃতি" হিসাবে।

আরবদের ব্যপারে এরকম ভুল করার আশংকা আছে। আরবরা অনেক ভদ্র।

    Comments:
  • ^ প্রত্যেক লোকের দোষের প্রতিবাদ যদি অবিরত তার পাশের জন করতে থাকে তবে দুনিয়ায় কেওস লেগে যাবে।
  • ^ ফান্ড অডিট করলে অডিটকারীদের দোষ ধরা আরম্ভ হতো। যে যেটা বিশ্বাস করে সে সেটাই বিশ্বাস করতে থাকতো।
  • ^ ওয়াসিফ সাহেবকে অমি প্রতারক মনে করি না। এবং উনার বিরোধিরা উনার যতটুকু বিরুদ্ধে, আমি তত না।
  • ^ জানা যাবে হয়তো ইনশাল্লাহ। কিছু দিন অপেক্ষা করলে।

14-Dec-2018 2:30 pm

Published
14-Dec-2018