Post# 1544721088

13-Dec-2018 11:11 pm


হাদিস :
ﻟﻦ ﺗﻘﻮﻡ ﺍﻟﺴﺎﻋﺔ ﺣﺘﻰ ﺗﻌﻮﺩ ﺃﺭﺽ ﺍﻟﻌﺮﺏ ﻣﺮﻭﺟًﺎ ﻭﺃﻧﻬﺎﺭًﺍ

Positive :

  • এখন যেভাবে বৃষ্টি হচ্ছে।
  • আরব জাহান যেভাবে সবুজ হয়ে যাচ্ছে।

    Negative :

  • হাদিসে যেটা বলা আছে সেটা হবে ইয়াজুজ মাজুজ রাতারাতি মারা যাবার পরে। এবং তাদের মৃত দেহর উপর বৃষ্টি হবার পরে। ঐ সময়কার কথা।

    - মরূভুমিতে হটাৎ করে বৃষ্টি হয়, কখনো কখনো। এবং বৃষ্টি হলে বিশাল এলাকা ফুলে গাছে ভরে যায় ঘন্টা খানেকের মাঝে। এর কথাই বলা আছে কোরআনে, "তোমরা দেখো না মৃত উদ্যানকে আল্লাহ কি করে বৃষ্টি দিয়ে জীবিত করেন।" কিন্তু এর পর আবার শুষ্ক হয়ে মরে যায়।

    Observer :

  • ট্রেন্ডটা দেখতে হবে। ১০, ২০, ৩০ বছর আগে যে বৃষ্টি হতো তার থেকে কি এখন বেশি বৃষ্টি হচ্ছে?

    - ৭০ বছর আগেও কি আরব জাহানে এরকম তুষারপাত হতো যেমন এখন হচ্ছে?

    13-Dec-2018 11:11 pm

  • Published
    13-Dec-2018