"আমিরের এতায়েত"
১
এই বিষয় নিয়ে আমি সবসময়ে কনফিউজড।
অনেকটা "পিতা মাতার হকের" কথার আলোচনার মতো। প্রসংগ উঠলে মানুষ সবসময় একটা সাইড যুক্তি বের করার চেষ্টা করে "কিন্তু যদি উনারা এই এই খারাপগুলো করেন?" "এই এই সময়ে পিতা মাতার কথা মানার প্রয়োজন নেই"। একটা পলানোর রাস্তা বের করার চেষ্টা।
২
কিন্তু পিতা মাতার কথা মানার মতো আমিরের এতায়েতের কথাও খুব কঠোর ভাবে ইসলামে বলা আছে। যেগুলো ঐ ভাবে আলোচনা হয় না, যেভাবে পিতা-মাতার গুলো আলোচনা হয়। নিজে বই পড়ে জানতে থাকলে অবাক হতে হয়।
কিন্তু প্রচন্ড শক্তি যা দিয়ে আলোচনা হয় তা হলো কখন আমিরের এতায়েত করা যাবে না সেটা। এত বেশি যে মানুষ আমিরকে একটা চ্যলেঞ্জ হিসাবে নেয়া আরম্ভ করে। কি কি কারনে তাকে এতায়েত করা যাবে না তার লিষ্ট করা।
৩
নিয়ে আসে আলোচনার তৃতীয় ফেইজে। যেগুলোর আলোচনা করলে আমি নিজেই "বিভ্রান্ত" হয়ে যাবো।
যদিও জানি এখানে পলানোর সুযোগ নেই।
যেমন পিতা মাতার এতায়েত থেকে পলানোর সুযোগ নেই।