Post# 1544702287

13-Dec-2018 5:58 pm


উক্তি : "উচিৎ ছিলো এনামুল হাসান সাহেবের পরপরই আমির ঠিক করা। যার থাকার থাকবে। যে যাওয়ার যাবে। ওয়াহেদ এলাজের লিখক যেমন চলে গিয়েছিলেন।"

সে ক্ষেত্রে তবলিগ হতো একটা "দল"। সাইজে আরো ক্ষুদ্র।
কিন্তু তবলিগের উদ্যেশ্য প্রথম থেকে ছিলো "কাজ"। দল তৈরি না।

এনামুল হাসান সাহেবের আগে "ছোট" গ্রুপ চলে গিয়েছিলো।
কিন্তু উনার সময়ে কাজ যখন বড় হয়ে যায়,
তখন ফিতনা লাগলে সমান সাইজে কয়েক টুকরায় ভেঙ্গে যেতো।

যেমন এখন হয়েছে, "আমির" হবার পরে।

এজন্য মদিনায় যে শায়েখ মোরাকাবা করে ঐ সময়ে বলেছিলেন "শুরা তৈরি করো, কারন এখন কাজ বড় হয়ে গিয়েছে" উনি ঠিক বলেছিলেন।

আমাদের যুক্তি এখন ভিন্ন কথা বলে কারন তবলিগের ডেডিকেটেড কর্মিদের ঝোক সবসময় "দল" তৈরির দিকে বেশি থাকে।

13-Dec-2018 5:58 pm

Published
13-Dec-2018