Post# 1544530635

11-Dec-2018 6:17 pm


যুক্তি : "অধিকাংশ"

মনে করি নতুন একটা দল করলাম। এটা না অধিকাংশ, না জমহুর, না জামাত। এখন নিজের দল নিয়ে চলতে এই রিকোয়ারমেন্টটাকে সাইড ষ্টেপ করবো কি করে?

কমন কিছু যুক্তি। যেগুলো অন্যরা প্রয়োগ করে।

১। "প্রথম যুগে আমাদের মতটাই অধিকাংশ ছিলো। এই যুগের মুসলিমরা সেই শিক্ষা ভুল গিয়েছে। তাই আমরাই অধিকাংশ।"

২। "'জমহুর' 'জামাত' এগুলো বলতে সবচেয়ে 'সঠিক' মতটা বুঝায়। সবচেয়ে বেশি সংখ্যক লোকের মতকে না। আমাদের মতটাই যেহেতু সবচেয়ে সঠিক, তাই আমরাই অধিকাংশ। সংখ্যায় আমরা যত কম হই না কেন।"

৩। "যারা আমাদের দলের শিক্ষায় বিশ্বাস করে না তারা কাফের। তাই আগেই বাদ। বাকি যারা মুসলিম থাকে তাদের মাঝে আমাদের মতটাই অধিকাংশের মত। ব্যসিক্যলি সমস্ত মুলিমদের মত আমাদের মতই, যদি কাফেরদের বাদ দেই।"

৪। দলের নাম দেবেন "মুসলিমদের আধিকাংশের জামাত"। এর পর বলবেন আমরাই অধিকাংশ। নামে অধিকাংশ আছে যেহেতু।

৫। "অধিকাংশ আলেমদের মত আমাদের মতই। কিন্তু ভয়ে তারা প্রকাশ করে না।"

#HabibLogic

    Comments:
  • ^ বেশি বড় না। করেছে হয়তো ফ্রঞ্চাইজের নিয়ম, তাই।

11-Dec-2018 6:17 pm

Published
11-Dec-2018