Post# 1544316097

9-Dec-2018 6:41 am


কাদিয়ানিরা স্টুপিড না।


১৯৪০-৫০ এর দিকের দেখছিলাম সবচেয়ে বড় বড় মাইন্ড গুলো ছিলো কাদিয়ানি। উচ্চ শিক্ষিত, প্রতিষ্ঠিত, জজ ব্যরিষ্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এখনো তাই। বড় বড় ব্যবসায়ি, পলিটিশিয়ানরা।

কি বুঝবো?
হয়তো মানুষ তার দিক পরিবর্তন করে না।
হয়তো সৃষ্টির সময়ে ঠিক করা ছিলো কার অন্তরের টান কোন দিকে যাবে। যে ভুল পথে যাবে, তার টান ভুলের দিকে। সে সেটাকেই হক মনে করে।


প্রশ্নটা নিয়ে আসে : আমি যার উপর আছি সেটা ঠিক কিনা? নাকি আমিও প্রথম থেকে যার উপর আছি সেটাকেই ঠিক মনে করছি। Anchoring bias. প্রথম সে যেই জিনিসটা জানতে পারে, তার টান থাকে ঐটাকেই ঠিক মনে করতে থাকা।

আমাদের কেইসেও জিনিসটা ভিন্ন না। জীবনের প্রথমে আমি যে পক্ষে ছিলাম। এখনো চেক করলে দেখতে পাই আমি সেই পক্ষেই আছি।

কাদিয়ানিদের কেইসটা বুঝতে পারি।

    Comments:
  • ^ বিপদজনক এই সেন্সে। কেউ কেউ দাবি নিয়ে আসবে : "দেখেন এই লোক এখন কাদিয়ানিদের পক্ষে বলছে। কাদিয়ানিরা নাকি ঠিক।"

9-Dec-2018 6:41 am

Published
9-Dec-2018