কিছু যুক্তি ও উত্তর :
> "সা'দ সাহেব বলেছেন ক্যমেরাওয়ালা মোবাইল ..."
এগুলো ফিকাহর ব্যপার যেগুলোর ব্যপারে দলে মতে পার্থক্য আছে। এই না যে উনি মদকে হালাল করছেন বা গরুর গোস্তকে হারাম।
এখানে উনার দ্বিমতটা অন্য আলেমদের সাথে। আমার জন্য এক আলেমের পক্ষ নিয়ে আরেক আলেমের বিপক্ষে বলার কোনো মানে হয় না। যেহেতু আমি আলেম না।
> "হেফাজতের জন্য আজকে এই অবস্থা..."
তবলিগের ভেতরে হেফাজত ঢোকার কোনো দরকারই ছিলো না, যদি না শুরার ৫ জন সদস্য হেফাজতের সাথে হাত মিলিয়ে উনাদের ডেকে না আনতেন। উনারা কেন ডেকেছেন সেটা আগে বের করেন। হেফাজতকে দোষ না দিয়ে।
> "৯০ এর দিকে শুরা তৈরি করা হয়েছিলো তাদেরকে আমির তৈরির দায়িত্ব দিয়ে।"
৯০ এর দিকে যখন শুরা তৈরি করা হয়েছিলো তখন "তাদের দায়িত্ব আমির তৈরি করা" সেটা আমাদেরকে বলা হয় নি। বলা হয়েছিলো আমির পদটা অনেক গরম, মানুষ অহংকারি, বিচ্যুত হয়ে যায়। তাই এখন থেকে শুরা চলবে। এবং এনামুল হাসান সাহবেও শেষের দিকে যে সকল জায়গার আমিরদের মৃত্যু হচ্ছিলো সেখানে শুরা চালু করে দিচ্ছিলেন।