Post# 1544231689

8-Dec-2018 7:14 am



জয় পরাজয়ের একটা cycle আছে। যেমন সভ্যতা বা civilization এর একটা cycle আছে, উন্নতি পতন এরকম। মানুষ খুব বেশি দিন শান্তিতে থাকতে পছ্ন্দ করে না। আবার যুদ্ধও বেশি দিন চায় না।

ব্যসিক্যলি যেটা বললাম, ইতিহাস ঘুরে ঘুরে আসে। এখানে prophecy বা unseen দেখার মত কোনো বিষয় নেই।


প্রথম তিন খলিফার সময়ে মোটামুটি ভালো চলছিলো মুসলিম জাহান। ফিতনা আরম্ভ হয় তৃতীয় খলিফার শেষ দিকে। চতুর্থ খলিফার সময় পুরো দমে।

তবলিগের প্রথম তিন আমিরের সময়ে ফিতনা কম ছিলো। আরম্ভ হয় তৃতীয় আমির এনামুল হাসানের মৃত্যুর সময়ে কিছু। আর এখন চতুর্থ আমিরের সময়ে পুরো দমে।

8-Dec-2018 7:14 am

Published
8-Dec-2018