আমি যেটা বুঝি না এভাবে সব মানুষের সামনে, মিডিয়ার সামনে, ক্যমেরার সামনে তৌবা করা তারা প্রয়োজন মনে করছেন কেন?
১
তবলিগের যে পক্ষে আমি ছিলাম সেটা ঠিক না? ঠিক আছে আমি তাহলে তবলিগের জন্য কোনো কাজ আর করবো না। শেষ।
"কারো কাছে" গিয়ে তৌবা করে আমাকে বিপরিত দলে যোগ দিতে হবে কেন?
কোনো মানুষের উপর যদি জুলুম করে থাকি তবে যার সাথে করেছি তার কাছে ব্যক্তিগত ভাবে মাফ চাইতে হবে।
আমি এভাবে বুঝি।
২
একটা সময় ছিলো যখন কেউ এসে বলতো "হুজুর তৌবা করায়ে দেন"।
অথবা মৃত্যু পথযাত্রি কোনো লোকের কাছ থেকে এসে হুজুর বলতো "আমি তাকে তৌবা করায়ে আসছি।"
কিন্তু সেটা বহু আগের যুগে প্রচলিত ছিলো।
এর পর আলেমরাই বলেছেন "তৌবা কেউ করায় না। নিজে করতে হয়।"
৩
মানুষের সামনে অপদস্থ হওয়া থেকে আল্লাহ তায়ালা আমাদেরকে হিফাজত করুন।
মুসলিমের মাথায় লাঠি মেরে আমার কোনো লাভ নেই।
দলের জন্য না।
দ্বিনের জন্য না।
আমার দলের সংশ্লিষ্ঠরা যদি মারে, তবে ঐ দলের সংগে থাকলেও আমাকে সংশ্লিষ্ঠতার দোষে দোষি করা হবে।
৪
এখন এই সময় নিউট্রাল থাকা ভালো।
যদিও দলিল দেয়া হয়েছে "তবলিগ করতেই হবে" যেমন এর আগে ছিলো "একামতে দ্বিন করতেই হবে" বা "জিহাদ করতেই হবে" বা "খিলাফা করতেই হবে"।
না করলেও চলে। That's the point.
অতি আগ্রহে নিয়ে করে পরে ভুল ছিলো বুঝলে পরিনতি এই।
কিন্তু না করে শেষ জীবনে কাউকে আফসোস করতে দেখি নি।