Post# 1544169297

7-Dec-2018 1:54 pm


আমার অবস্থান :
রাসুলুল্লাহ ﷺ এর সব কিছু নূর ছিলো। উনার কথা, কাজ, অন্তর, বাহির, চলা, ফেরা, শিক্ষা, আচার, ব্যবহার, দৃষ্টি, ইবাদত, দোয়া, কান্না, জিন্দেগি, দ্বিন, ওহি, রিসালাত, কোরআন সব।

কিন্তু সমস্যা শুধু মাত্র যখন এখানে Physics এনে এ দিয়ে আমরা ব্যাখ্যা করতে চাই তখন।
আর এমন ব্যখ্যা করি যে ব্যখ্যাকে ঠিক রাখার জন্য আমাকে কোরআনের কোনো আয়াতের অন্য ব্যখ্যা খুজতে হয় তখন।

আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন আমাদের বেয়াদবি ও দুর্বলতার জন্য।
এবং উনার রাসুলের উপর অজস্র সালাত ও সালাম পাঠান।

7-Dec-2018 1:54 pm

Published
7-Dec-2018