সা'দ সাহেব যদি হক হন।
১
তবে এটাও বুঝাবে যে উনি মুজাদ্দেদ বা এর কাছা কাছি কেউ। মানে ভালোর থেকেও উপরে। দেওবন্দিদের মাঝের ভ্রান্তি গুলো দূর করার জন্য আল্লাহ তায়ালা এই জামানায় পাঠিয়েছেন।
এবং সে ক্ষেত্রে আহলে হাদিসও হক হতে হবে। কারন সা'দ সাহেব পন্থিদের আমি এখন দেখছি আহলে হাদিসের দিকে ঝুকে যেতে।
কেলকুলেটেড ঝুকা। সম্পূর্ন না। জিহাদিরা যেমন কিছু বছর আগে মানহাজে সালাফি কিন্তু মাজহাবে হানাফি হয়ে গিয়েছিলো এ ধরনের কিছু।
২
আর উনি যদি সেই রকম কিছু না হন, তবে অনুসারিরা কিছু দিন পরে নিজেদের অন্তরে তিক্ততা অনুভব করবে। প্রতারিত হবার মতো। "কাকে এতদিন ঐ বিশাল আসনে ভাবতাম?" এই ধরনের।
৩
কোনটা ঠিক সেটা সময় বলে দেবে।
প্রশ্ন হলো : এর আগে বুঝার উপায় কি? কারন রেজাল্ট পাবার পরে, আগের পরিক্ষার খাতা নতুন করে লিখার উপায় নেই।
- Comments:
- ^ এর আগে কংক্লুশন টানতে হবে : এক থাকা ভালো ছিলো, নাকি বিভক্ত হয়ে ভালো হয়েছে?
- ^ মানে দ্বন্ধটা এখনো রয়ে গিয়েছে। কোনো কংক্লুশন নেই। তাই এর উপর ভিত্তি করে ৭০ বছর আগের দ্বন্ধের উপর কংক্লুশন টানার উপায় দেখছি না।
এখন "একটা সাইড ঠিক" যদি বুঝা যেতো, তবে অতীতে তাকিয়ে বলা যেতো সেখান থেকে আমাদের শিক্ষা এই।
- indeed. মুছে দিলাম।