Post# 1544079142

6-Dec-2018 12:52 pm



যারা লানত দেয় তাদের যুক্তি সমুহ :
"আল্লাহ তায়ালা কোরআনে লানত দিয়েছেন।"
"রাসুলুল্লাহ সা: স্বয়ং লানত দিয়েছেন। এই এই ঘটনায়।"
"কোনো হাদিস যেখানে লানত দেয়ার কথা বলা আছে।"
"দ্বিনের জন্য লানত দেয়া যায়।"


শেষে পথ যদি দুটো থাকে তবে যার অন্তর যে দিকে টানে সে ঐ দিকে যাবে।

এটা সত্যি যে যারা লানত দেয়াকে সুন্নাহ মনে করে দেয়, তারা শেষে যেভাবে লানতে অভ্যস্ত হয়ে যায়, রাসুলুল্লাহ ﷺ ঐ রকম কিছু করেন নি।

6-Dec-2018 12:52 pm

Published
6-Dec-2018