এই বিভ্রান্তির মূলটা এসেছে আমার দৃষ্টিতে "হায়াতে জিন্দেগির মাকসাদ দাওয়াত" বানানো থেকে।
যেখানে আল্লাহ তায়ালা বলেছেন "ওয়ামা খালাকতুল ... লি ইয়ায়বুদুন।"
ইবাদতের জন্য আমাদের সৃষ্টি।
"ইবাদত" বলতে যদি "দাওয়াত" বুঝি ও ব্যখ্যা করি তবুও আল্লাহ তায়ালা যেহেতু "ইবাদত" শব্দ ব্যবহার করেছেন তাই এটাই রাখতে হবে।
- Comments:
- ^ বেরলভী না। উনি "সুন্নি"। বেরলভি শব্দটা ব্যবহার করেছি, কারন যারা এত সুক্ষ্ম পার্থক্য জানে না, তারা "সু্ন্নি" কি সেটাও জানে না।
আর সাধারন মানুষ সুন্নি দের "বেরলভি" বলে। যদিও টেকনিক্যলি হয়টো ঠিক না। আপনার কথা মতো।
- "সুন্নি" হওযার চেষ্টায় আমার এই পোষ্ট। প্রথম লাইনটা দেখেন।