Post# 1543939376

4-Dec-2018 10:02 pm


মনে করেন দুই পক্ষ।

"যুক্তি" বলে এক পক্ষ ঠিক।
"অন্তর" বলে অন্য পক্ষ।

কোনটাকে ঠিক বুঝবো?

এই প্রশ্নের কমন কিছু উত্তর :

- "কোরআন-হাদিস মতে যেটা সঠিক সেটাই সঠিক। বাকি সব বাদ।"

যুক্তি-অন্তর এগুলো কোরআন হাদিস পড়ে এর উপরই স্বিদ্ধান্ত নিতে চাচ্ছে। যেহেতু কোরআন বা হাদিসের কোথাও নাম-সাল-স্থান ধরে কোনো দল-নেতার নাম উল্লেখ নেই। তাই কিছু যুক্তি আনতে হয় এক আয়াতের সাথে এক দলকে মিলাতে। এই যুক্তিতে ভুল হতে পারে।

- "এটাতো স্পষ্ট! এই আয়াতে আছে ____। এ থেকে বুঝা যায় যে দল এই করবে, সেই দলই ঠিক বাকি সব দল ভুল।"

এটা আপনার কাছে স্পষ্ট। তাই আপনার নিজের এরকম কোনো প্রশ্ন নেই। যার কাছে এটা স্পষ্ট না সে কি করবে সেটা ছিলো আমার প্রশ্ন।

- "আলেমদের কাছে যান। আপনি কি আলেম?"

আলেমদের "কাছে" যাওয়ার দরকার নেই। আমরা জানি কোন আলেম কোন পক্ষে। তাই কোন পক্ষের আলেমদের কাছে যেতে হবে এর উত্তর, কোন পক্ষ ঠিক তার উত্তর।

4-Dec-2018 10:02 pm

Published
4-Dec-2018