"ভুলগুলো কি আসলেই ভুল?"
১
একজন শিয়া আলেমের বক্তিতা শুনছিলাম। বলছিলেন ঐ অভিযোগের ব্যপারে যে শিয়ারা রাসুলুল্লাহ ﷺ এর স্ত্রীদের উপর অপবাদ দেয়।
উনি আরম্ভ করলেন "না। মিথ্যা কথা। শিয়ারা উনার স্ত্রীদের উপর কোনো অপবাদ দেয় না। তাদের সম্মান করে।" এর পর বাকি অংশ শেষ করলেন ৪৫ মিনিট আয়শা রা: এর উপর অপবাদ দিয়ে।
২
পড়ছিলাম "নুৃরে মুহাম্মদির" উপর একটা আর্টিক্যল। আরম্ভ হয়েছে "না আমরা রাসুলুল্লাহ ﷺ কে আল্লাহর অংশ বা অংশ দিয়ে সৃষ্টি মনে করি না। এটা কুফর।" এর পর বাকি আর্টিক্যলে বর্ননা কি করে আল্লাহ তায়ালা উনার নুর থেকে কিছু নুর নিয়ে সেই অংশ দিয়ে রাসুলুল্লাহ ﷺ কে সৃষ্টি করেছেন -- এর উপর।
৩
৩০ বছর আগে শুনতাম ৬ নম্বর পূর্ন দ্বীন না। বরং এর উপর চললে পূর্ন দ্বিনের উপর চলা সহজ। যতক্ষন না ৩০ বছর পরে এটা হয়ে যায় : যে লোক ৬ নম্বরকে পূর্ন দ্বিন বললো না, সে তবলিগই বুঝে নাই।