"ভালো নিয়তে গিয়েছিলাম"
কমন প্রবোধ।
১
আয়শা রা: ফিরে যেতে চেয়েছিলেন। উনাকে বলা হয়েছিলো "আপনি থাকলে দুই পক্ষকে নিবৃত করে যুদ্ধ বন্ধ করতে পারবেন"।
পরবর্তি জীবনে উনি আফসোস করেছিলেন।
২
উম্মাহর দুই বিশাল দল যুদ্ধ করবে যাদের দুই পক্ষের ১ নম্বর দাবি, ২ নম্বর পয়েন্ট করে প্রত্যেকটা দাবি দুই পক্ষেই এক। এর পর মুসলিমদের ইতিহাসে প্রথম থেকে ঐ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে যত না শহিদ হয়েছিলো, তার থেকে বেশি মারা গিয়েছিলো ঐ এক যুদ্ধে।
৩
হাদিস : তুমি ফিরে যাও কারন আমি রাসুলুল্লাহ ﷺ থেকে শুনেছি দুই মুসলিম যখন একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করে তখন দুইজনই জাহান্নামি।