এর পর কি?
সবাই উলামাদের দিকে তাকিয়ে থাকবে। এখন একমাত্র জামাত যেহেতু উনারাই। উলামাদের ক্ষমতা বাড়বে। এর পর উলামাদের মাঝে ভাঙ্গন।
তবলিগের ভাঙ্গন একবারে হয় নি। প্রথমে একটা ফসল এলার্ম এসেছিলো "মুশফিক স্যার"। এর পর আসল ধাক্কাটা এসেছে এখন। মুশফিক স্যারের সময়ে অনেক দরজা বন্ধ করে দেয়া হয়েছিলো ফিতনা সামলাতে। বন্ধ দরজা অবস্থায় দ্বিতীয় ধাক্কাটা তাই লেগেছে প্রচন্ড ভাবে।
"উলামাদের মাঝে যদি ভাঙ্গন না হয়?"
তখন বুঝতে হবে সেখানে খারাপ কেউ নেই। সবাই মকবুল।