জেনারেলি আমি কোনো দলের বিপক্ষে বলি না। প্রশংসা করি।
তবে বেশি প্রশংসা শুনে কর্মিরা এক সময়ে মনে করে আমি আসলে তাদের দলের "ছুপা" সমর্থক। নিজেকে গোপন রাখছি বিরোধিদের ভয়ে বা দুনিয়ার লোভে। অন্তরে জানি তারাই হক।
আমাকে তখন ঐ দলের "মুখোশ উন্মোচন" মুডে যেতে হয়।
যদি না যাই তবে ঐ দলের ফ্রাসট্রেডেট কর্মিরা কিছু দিন পরে আমার মুখোশ উন্মোচনের জন্য মরিয়া হয়ে যায়।
কিছু আগে যারা বন্ধু ছিলো তারা হয়ে যায় শত্রু।
এটা দেখে বলছি। এগুলোর ভেতর দিয়ে গিয়ে।
- Comments:
- ^ অপু ভাই সম্ভবতঃ মালেক সাহেবের অত ভক্ত না, যতটা আপনি ধারনা করছেন।
- "জমহুর ঠিকের উপর" সব পক্ষ এর উপর একমত না।
আর আকিদার ক্ষেত্রে দলে দলে দ্বিমত মশহুর।
প্রত্যেকে অন্যকে সহ্য করে নেয়। তারা ভুল মেনে।