Post# 1543820396

3-Dec-2018 12:59 pm


সাংবাদিক সম্মেলনে জোবায়ের সাহেব বললেন সা'দ সাহেব শরিয়তের উপর নেই। এটা প্রথম স্পষ্ট কথা উনার পক্ষ থেকে সা'দ সাহেবের ব্যপারে।

এটা কংক্লুসিভ? তাও না।

জোবায়ের সাহেবের নিজের ব্যপারে সমালোচনা এনে বলতে পারেন এই কারনে জোবায়ের সাহেবের কথা গ্রহনযোগ্য না।

সমালোচনাগুলো কোথায় পাবেন?

মুশফিক স্যারের সময়ে জোবায়ের সাহেব ছিলেন স্যারের বিরোধি দলে। তখন মুশফিক স্যারের পক্ষের লোক জোবায়ের সাহেবের বিপক্ষে যা কিছু বলতেন সেগুলো নেটে খুজলে পাবেন।

Q. "জোবায়ের সাহেবের কথা শুনার দরকার কি? সা'দ সাহেব যে শরিয়তের উপর না এটা নিজে বুঝা যায়।"

A. নিজে বুঝতে হলে আপনাকে আলেম হতে হবে। যেটা আপনি না। তাই আরেক জন আলেমের কথার উপর নির্ভর করতে হবে।

    Comments:
  • ^ সবাই কিছু না কিছু ভুলের উপর আছে। কতটুকু ভুল সেটা হলো প্রশ্ন। কে ভুলটা নির্ধারন করবে সেটা দ্বিতীয় প্রশ্ন। যে ভুলটা নির্ধারন করবে সে নিজে কতটুকু ভুলের উপর আছে এটা তৃতীয়।

3-Dec-2018 12:59 pm

Published
3-Dec-2018