Post# 1543750983

2-Dec-2018 5:43 pm



দেশে তবলিগের দুই পক্ষের এক পক্ষ যদি এখন চুপ হয়ে যেতো, বা তবলিগ করা ছেড়ে দিতো। তবে দেশে তবলিগের একটা দলই থাকতো। যদিও সাইজে বর্তমানের অর্ধেক।

সেক্ষেত্রে তবলিগের কাজ আগে বাড়তো নাকি কমতো?


আমাকে বললো : "কঠিন সময়। দাওয়াতের কাজে আপনি আসেন।"
বললাম : দাওয়াত দিচ্ছি, দ্বিনের দাওয়াত না দেয়ার মাধ্যমে।

কারন আমি ময়দানে নামলে আমার বিরোধিতা করার জন্য অন্য পক্ষের আরেকজনকে লাগতে হবে। ঐ লোক এখন আমার পেছনে না লেগে নিজে দ্বিনের কাজ করতে পারছে।

সে দাওয়াত দিতে পারছে এই কারনে যে দ্বিনের কাজ আমি করছি না।


দাবি : "দেশে উলামা বেশি হয়ে গিয়েছে" এ কারনে এত অন্তর্দন্ধ, দ্বিনের বানিজ্যকরন।

যদি ঠিক ধরি।
তবে এটাও ঠিক ধরতে হবে : দেশে তবলিগওয়ালাও বেশি হয়ে গিয়েছে। যে থেকে এত দ্বন্ধ।

2-Dec-2018 5:43 pm

Published
2-Dec-2018