Post# 1543716147

2-Dec-2018 8:02 am


"সহজ করে বললে কি সমস্যা?"


সহজ করে বললে সহজ লোকেরা প্রচুর আসবে। যেহেতু সহজ কথা। প্রত্যেকে একটা দল মতের সাথে জড়িত। এর পর কমেন্টে সে নিজের দলের পক্ষের কথাগুলোকে হই হুল্লোড় করে সাপোর্ট করবে। বিপক্ষের কথাগুলোকে প্রচন্ড গালাগালি করে প্রতিবাদ করবে।

একটা কেওস আরম্ভ হয়ে যাবে।


এদেরকেও সামলানো যায়। অনেকটা "তৈল মর্দনের" মতো করে। এভাবেও আমি কাছের মানুষদের অনেক দিন পর্যন্ত সামলানোর চেষ্টা করেছি। কিন্তু এভাবে এক বন্ধুকে সামলানো যায়। শত শত কে যায় না।

এক পক্ষকে যদি তৈল মর্দন করি তবে বিপরিত পক্ষ প্রচন্ড ক্ষেপে যায়। তৃতীয় পক্ষ অভিযোগ তুলে আমি "নিউট্রাল না"। আরেক পক্ষ, "ফিতনা ছড়াচ্ছি"।

হাজার কেওস। যদি সব সময় সব দলের ভালোগুলো বলি তবুও।


আরেকটা সমাধান নিজেকেও সহজদের কাতারে সামিল করে দেয়া। "কমপ্লেক্স" হওয়ার মাঝে লাভ কি?

আর একদম সহজ হতে হলে কোনো এক পক্ষে জয়েন করতে হবে। এর পর ফটোশপ নিয়ে বসতে হবে। "জুতা মার" "বিচার চাই" এই ধরনের ছবি তৈরি করে পোষ্ট।

আমি এই পথে যেতে চাচ্ছি না। আমার পার্সোনেলিটির সাথে মিলে না। আখিরাতে কোনো সোয়াব পাবো বিশ্বাস করি না। দুনিয়াতেও আমার কোনো লাভ নেই।

    Comments:
  • আর উপরে যা লিখলাম সেগুলো আমার ক্ষেত্রে হয়েছে। প্রচন্ড ভাবে। সে থেকে বলছি। "চিন্তা করে বের করেছি" তা না।

2-Dec-2018 8:02 am

Published
2-Dec-2018