Post# 1543688846

2-Dec-2018 12:27 am


প্রসংগ : "বুঝি না"


ছোট বেলায়। ক্লাস ২ বা ৩ তে পড়ি।
টিভি-তে সিনেমা চলছে। ঢিসুম ঢিসুম ফাইট। আব্বাকে জিজ্ঞাসা করতাম কে ভালো? আব্বা বলতো সে। এর পর তার পক্ষে cheers.

এর পর খবর আরম্ভ হতো। সেখানেও ফাইট। জিজ্ঞাসা করতাম, এখানে কে ভালো? আব্বা বলতো "that's complicated, বড় হলে বুঝবে।"


বাচ্চারা দেখে জগৎটাকে black or white হিসাবে। কেউ হয়তো পূর্ন ভালো নয়তো সে পূর্ন মন্দ। বড় হলে বুঝে জিনিসটা এত সহজ না। ফিল্মের হিরো-ভিলেনের মতো বাস্তব জগৎ বিভক্ত না।

It's complicated.


যখন কেউ বলে "আপনি কার পক্ষে বুঝতে চাচ্ছিলাম, কিন্তু কিছু বুঝলাম না। সহজ করে বলতে পারেন না।"

তখন আব্বার ঐ কথাটা মনে পড়ে।

#HabibMeta

2-Dec-2018 12:27 am

Published
2-Dec-2018