Post# 1543677749

1-Dec-2018 9:22 pm


ভাইয়েরা,

আমাকে দিয়ে "ঠিক কথা" বলানোর চেষ্টা বৃথা। যেখানে ঠিক কথা বলতে আপনি বুঝেন আপনার পছন্দের কথা।

"অন্যরা আপনার কথায় বিভ্রান্ত হবে" - এটা যদি আপনার আশংকা হয় তবে আপনি অন্যদের চিন্তা খুব বেশি করছেন। নিজের থেকে।

আমার শিক্ষা, কালচার ভিন্ন। এটা হয়তো আপনার সাথে মিলবে না। যদি না মিলে তবে জোর করে মিলানোর চেষ্টা হবে সময় নষ্ট।

1-Dec-2018 9:22 pm

Published
1-Dec-2018