Post# 1543583747

30-Nov-2018 7:15 pm


খৃষ্টানদের দেখে মনে হতে পারে তারা যুগ যুগ ধরে এরকম উশৃংখল ছিলো।


লরেন্স অফ আরাবিয়া। এই ১৯২০ সালের লোক। তার জীবনি দেখছিলাম। বিবাহ বহির্ভূত জন্ম। সে কারনে নিজ দেশে ছিলো ঘৃন্য। পরিত্যক্ত হয়ে চলে যায় আরব দেশে।

কিছু বছরের মাঝে এত রেডিক্যল পরিবর্তন যে এখন পশ্চিমের অধিকাংশ মানুষের জন্মই বিবাহ বহির্ভুত।


হামযা ইউসুফের লেকচার শুনছিলাম। এই ১৯০০ সাল পর্যন্তও পশ্চিমের কোনো মেয়ের কাপড় তার পায়ের খাড়ুর উপরে উঠতো না। এর পর রেডিক্যল পরিবর্তন।


এই ১৫০০ সাল পর্যন্তও ইউরোপকে পৃথিবীর কেন্দ্র ধরা হতো না। মধ্য প্রাচ্যকে ধরা হতো। বানিজ্য, পলিটক্স, যাতায়াত সব কিছুর কেন্দ্র। ইউরোপ ছিলো প্রসাশন বিহিন এলাকা। এখন যেমন মধ্য এশিয়াকে ধরা হয়।


বলা হয়েছে, "মুসলিমরা খৃষ্টানদের অনুসরন করবে, যদি তারা সাপের গর্তে প্রবেশ করে তবুও।"

এখন আক্ষরিক ভাবেই করছে। যেমন জর্দান, তিউনিশিয়ায় আমাদের থেকেও বেশি।

আমি যখন ছোট ছিলাম তখন জাজিরাতুল আরবের বাকি দেশগুলো ছিলো এমন। যেমন ইরান, ইরাক, কুয়েত, সৌদি। এগুলোতে কিছু পজিটিভ পরিবর্তন আসে ১৯৮০ সালের পরে।

    Comments:
  • inboxed everyone.

30-Nov-2018 7:15 pm

Published
30-Nov-2018