জোড়ের এই ফেইজ শেষ। আর হবার কিছু দেখছি না। কোনো মসজিদে করার উপায় নেই। জায়গা হবে না। বিভিন্ন জেলা থেকে বাসে করে সাথিরা আসবে। এসে উঠবে কোথায়? রাস্তায় দাড়িয়ে থাকতে পারবে না।
যে জামাতগুলো এখন চলছে এবং জোড়ের মাঠে ফিরার জন্য রোখে বলা আছে, তাদের আরেক সমস্যা। সময় শেষ। তাদের ফিরতেই হবে। কোথায় ফিরবে?
এইভাবে তবলিগ চলতে পারবে বলে মনে হয় না। Being pessimist.
Side questions, for example :
- এতাতিদের থেকে মুসাহাফা করে ৩ চিল্লা দিয়ে ফিরলে, তাকে কি ৩ চিল্লার সাথি ধরা হবে শুরা পক্ষ থেকে?
Deep trouble.