প্রসংগ "গনতন্ত্র" :
প্রচলিত গনতন্ত্রের যেগুলোকে আমি খারাপ মনে করি :
১। ১০ মূর্খের ভোটের গুরুত্ব, একজন বিজ্ঞের ভোটের চেয়ে ১০ গুন বেশি।
২। নেতৃত্ব লোভিরাই শুধু নির্বাচনে দাড়াতে চাইবে। এবং এরা সমাজের নিকৃষ্ট লোক।
৩। নির্বাচন গোপন ব্যলটে হয়। যেটা নিয়ে কারচুপি-কনফিউশন। অথচ সমর্থন বায়াত হবে প্রকাশ্যে। সবাই জানবে কে কাকে সমর্থন করছে।
________
তবে গনতন্ত্রের বিপক্ষে যে যুক্তিগুলোকে আমি গ্রহন করি না :
১। "অধিকাংশ দেশবাসি মদ হালাল এর পক্ষে ভোট দিয়ে হারামকে হালাল করে ফেলতে পারে। এজন্য গনতন্ত্র কুফর।"
যুক্তিটা গ্রহনযোগ্য না, কারন এটা যে কোনো শাসন ব্যবস্হার জন্য বলা যায়। যেমন, রাজতন্ত্রে, "বাদশাহর মনে চাইলে মদকে হালাল ঘোষনা দিয়ে হারাম কে হালাল করে দিতে পারে। তাই রাজতন্ত্র কুফর"।
হালাল-হারাম বেছে চলতে হবে আপনার ব্যক্তি জীবনে। বাদশাহর মত নিয়ে না।
২। "বলা হয়েছে অধিকাংশ মানুষই গাফেল, কাফের, ভুল। এজন্য গনতন্ত্রও ভুল।"
"পৃথিবীর অধিকাংশ মানুষের" কথা এখানে বলা হয়েছে। এটাকে সাব গ্রুপে এক্সট্রাপোলেট করে "অধিকাংশ মুসলিমরা ভুল" বলার সুযোগ নেই।
তাহলে হবে,
"অধিকাংশ মুসলিমই ভুল"
"অধিকাংশ আলেমরাও ভুল", কারন এরাও অধিকাংশ। এখন যেমন "জমহুর" বিরোধিরা বলছেন।
এর পর, "আমার দলের অধিকাংশ শায়েখ/নেতারাই ভুল"
এমন কি, "আমার মতানুসারি বন্ধুরাও অধিকাংশ ভুল" -- সেই অধিকাংশ প্রবলেম।
এভাবে চললে, শেষে আমি শুধু ঠিক। বাকি যে কোনো সাব-গ্রুপের অধিকাংশ ভুল যেহেতু।
৩। "গনতন্ত্রের প্রবক্তা আব্রাহাম লিংকন" এজন্য গনতন্ত্র কুফর।
ঠিক। কিন্তু এই কারনটা গনতন্ত্র কুফর হবার কারন হতে পারে না। আর এ দেশের মানুষ আব্রাহাম লিংকনকে চিনে না। তার শিক্ষাও জানে না। এর পরও গনতন্ত্র করে। মানে আব্রাহাম লিংকনের গনতন্ত্র ঠিক ঠাক মতো আমরা করছি কিনা সেটা চেক না করে। তাই এটা নন-ইশু। বা বড় ইশু করার সুযোগ নেই।
Just my thoughts.
- Comments:
- ^ এই ব্যপারে ফিকাহর বইগুলোতে বলা আছে। ফতোয়ায়ে আলমগিরি এবং অন্যান্য।
- ^ অনেক কিছু। বললে আবার আমার পেছনে জিহাদি-মানহাজি-রেব-পুলিশ সবাই লাগতে পারে। আগের মতো। পেইজে পেইজে মুখোশ উন্মোচন।
- আপনি ছেড়ে দিলে ঐ বাসা যদি ঐ বর্ধিত ভাড়ায় ভাড়া না হয়। এবং বাড়িওয়ালা যদি এর থেকে কমে ভাড়া দেন তবে বাড়িওয়ালা জুলুম করেছেন।
নয়তো তার ব্যবসা। কিছু বলার নেই।